সরাসরি পতিত জমি কবরস্থান ঈদগাহ মাঠ ও কবরস্থানের জন্য বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান, ছবি-নতুন স্বপ্ন।
রংপুর সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের পূর্ব শালবন এলকার জনসাধারণ কবর স্থান ও ঈদগাহ মাঠের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করেছে। গতকাল (৯ এপ্রিল ) ৯টি মসজিদের জনগন রংপুর জেলা প্রশাসক মোঃরবিউল ফয়সাল কাছে এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি সূত্রে জানাগেছে, নগরীর পূর্ব শালবনের নবীনগরে সরকারী পতিত ১ একর ৪৭ শতক জমি রয়েছে। উক্ত জমি স্বাধীনতার পর থেকে এলাকার ল্যান্ড লর্ড হিসেবে পরিচিত একটি প্রভাবশালী মহল নিজেদের নামে লীজ নিয়ে দখল করে রেখেছে। আশ পাশের প্রায় সব জমা জমির মালিক প্রভাবশালী ওই মহলটি। সেই সুযোগে এতদিন তারা সরকারী জমিটিকেও নিজেদের জমি বলে দাবী করে আসছিলেন। ৫ আগস্টের পট পরিবর্তনের পরে জমিটির প্রকৃত বিবরন জানা যায়। মূলতঃ জমিটি ছিল চয়ন উদ্দীন নামের এক অ-বাঙ্গালীর । সম্ভবতঃ ৭১ এর ১৬ ডিসেম্বরের পর থেকে জমিটি পতিত হিসেবে সারকারী খতিয়ান ভুক্ত হয়। যা এতদিন এলাকার জনগন জানতেন না।বিষয় টি জানার পর পূর্ব শালবনন এলাকার ৯ মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং সাধারন জনগন কবর স্থান ও ঈদগাহ মাঠ বাস্তবায়েনের লক্ষ্যে একটি কমিটি গঠন করেন। কমিটির পক্ষ থেকে কবর স্থান ও ঈদগাহ মাঠের জন্য জমিটি বরাদ্দের আবেদন করা হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশ আর সিসি আই স্কুল কলেজ মাঠে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। কমিটির আহবায়ক সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে বক্তব্য রাখে, কমিটির সদস্য সচিব নবী নগর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব এনামুল হক সরকার, পূর্ব শালবন জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুল করিম, হাউজিং জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক হুমায়ুন কবির (হুমায়ুন), পূর্ব শালবন জামে মসজিদের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, বিসমিল্লাহ জামে মসজিদের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, বোতলা জামে মসজিদের সভাপতি হেকমত আলী, সাধারন সম্পাদক আঃ রশিদ, মোজাফ্ফর হোসেন মাদ্রাসার পরিচালক মোঃ মানিকুজ্জামান মানিক খের বাড়ী জামে মসজিদেও সভাপতি সামাদ, সাধারন সম্পাদক মোঃ আশেক আলী, বায়তুর রহমান জামে মসজিদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ,সাধারন সম্পাদক রাসেল ইসলাম, নুর আমেনা জামে মসজিদ সভাপতি সিরাজুল ইসলাম সোনা, সাধারন সম্পাদক আব্দুল লতিফ আরো বক্তব্য রাখেণ সাবেক কাউন্সিলন নুরুন্নবী ফুলু, আরজানা বেগম, মমিনুল ইসলাম মমিনি, আজিজ আল জামান রুহিত, নাহিদ ইসলাম, হারুনার রশিদ প্রমূখ।সমাবেশ শেষে কয়েক শত নারী পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জমি বরাদ্দের দাবীতে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে জেলা প্রশাসক রবিউল ফয়সাল দ্রুত কার্যালয়ে আসেন এবং নিজহাতে স্মরকলিপি গ্রহন করেন। এ সময় সমবেত জনতার উদ্দিশ্যে তিনি বলেন, জনস্বার্থে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ ব্যাপ্যারে তিনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন উপস্তিত জনতাকে আস্বস্ত করেন।