রংপুর জেলা মৎস্যজীবী দলের যৌথসভা অনুষ্ঠিত

শাহীন মির্জা সুমন 

১৯ এপ্রিল ২০২৫, রাত ৮:১৬ সময়
Share Tweet Pin it
[রংপুর জেলা মৎস্যজীবী দলের যৌথসভা অনুষ্ঠিত]

রংপুর জেলা মৎসজীবি দলের যৌথসভা অনুষ্ঠিত ছবি- নতুন স্বপ্ন। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন, জাতীয়তাবাদী  মৎস্যজীবী দলের রংপুর জেলা শাখাকে  সুসংগঠিত ও শক্তিশালী করতে, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় যৌথসভা সভা অনুষ্ঠিত হয়। 

১৮ এপ্রিল শুক্রবার বিকেল ৩ টায় রংপুর জেলা বিএনপির কার্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিস আনিছুর রহমান লাকু, যৌথসভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোজাম্মেল হক।

বিশেষ অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রজব আলী সরকার, যুগ্ম আহবায়ক মানিক মিয়া, যুগ্ম আহবায়ক জামান মাহামুদ কাচু, যুগ্ম আহবায়ক শাহীন মির্জা সুমন, যুগ্ম আহবায়ক আরিফুল হক স্বরন, যুগ্ম আহবায়ক জাহেরুল ইসলাম, সদস্য মনছুর আহম্মেদ, রবি মিয়া, মোকলেছার রহমান।

যৌথসভার শুরুতেই নেতাকর্মীদের  উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে আনিছুর রহমান লাকু বলেন আমাদের লরাই এখনো শেষ হয়নি আমাদের কে আগামী দিনে আরো কঠোর আন্দোলন সংগ্রাম করতে হবে তাই দলীয় নেতাকর্মীকে সংগঠিত হয়ে থাকতে হবে। দলের প্রোটোকল অনুয়ায়ী চলতে হবে যেন। এরং রংপুর জেলা মৎস্যজীবী দলের সকল ইউনিটের কমিটি দ্রুত সম্পন্ন করতে পারে।

আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় ছ'টি বছর জেলে ছিলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান ১৫ থেকে ১৬ টি বছর নির্বাসনে আছে। এছাড়াও আমাদের অসংখ্য নেতাকর্মীরা জেল জুলুমের স্বীকার হয়েছে। ২৪ এর আন্দোলনে ছাত্রজনতা যারা শহীদ হয়েছে আমি তাদের রুহের মাগফেরাত কামনা করি। যারা পঙ্গু হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। বন্ধুরা লড়াই শেষ হয়নি, যতদিন মানুষের ভোট অধিকার আমরা ফিরিয়ে দিতে না পারবো ততোদিন আমাদের লড়াই চলবে। 

সে সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রংপুর জেলা শাখার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা মৎসজীবী দলের 

সঞ্চালনা করেনঃ আশরাফুল ইসলাম রাশেদ,সদস্য সচিব, রংপুর জেলা মৎস্যজীবী দল।উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন রংপুর জেলা মৎস্যজীবী দলের সকল ইউনিটের সুপার ফাইভ ও পৌর মৎস্যজীবী দলের সুপার ফাইভ।