তারুণ্যের বড়দরগাহ-২৪ এর ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন এবং রক্তদানে জনসচেতনতা ও মানবিক বন্ধন তৈরির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন "তারুণ্যের বড়দরগাহ-২৪’ মাহিগঞ্জ রংপুরের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’।
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানাধীন বড়দরগাহ এলাকার একঝাঁক তরুনদের উদ্যোমী ও আত্মবিশ্বাসী চেতনায় গঠিত "আমাদের বড়দরগাহ গ্রুপ" আমাদের বড়দরগাহ গ্রুপের সহযোগী সংগঠন "তারুণ্যের বড়দরগাহ -২৪" এর আয়োজনে ২০ ফেব্রুয়ারী ২০২৫ইং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বড়দরগাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
জনসচেতনতামূলক এই ব্লাড গ্রুপিং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা মো: ফিরোজ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
তারুণ্যের বড়দরগাহ-২৪ সংগঠনের সকল সদস্যদের সাথে নিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপদেষ্টা মো: ফিরোজ খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের এলাকার তরুণরা মিলে যে আয়োজন করেছে এটি সত্যি প্রশংসনীয়। একটি অরাজনৈতিক সংগঠন হয়েও এতো সুন্দর আয়োজন করার জন্য তারুণ্যের বড়দরগাহ-২৪ গ্রুপকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি জেনেছি তরুণদের এই সংগঠন ইতিপূর্বে নানামুখী মানবিক কাজের সাথে জরিত ছিল। তারা বন্যার্তদের জন্য খাদ্য সামগ্রী, শীতার্তদের জন্য শীতবস্ত্র কম্বল বিতরণ, মসজিদ, মন্দির, স্কুল,মাদ্রাসা, কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। তাদের এই ধারা অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা।
সংগঠনটির প্রচার সম্পাদক, কামরুজ্জামান বলেন, নিয়মিত রক্তদান করলে রক্তদাতার হার্ট ভালো থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। নিয়মিত রক্তদানে রক্তে কোলেস্টরেলের মাত্রা কমে যায়। ফলে রক্তদাতার হার্ট অ্যাটাক, স্ট্রোক, উচ্চ রক্তচাপ ইত্যাদির ঝুঁকি কমে যায়। রক্তদানের মাধ্যমে মানুষের প্রতি মানুষের মমত্ববোধ বাড়ে। তারুণ্যের বাংলায় আমরা মমত্ববোধ বৃদ্ধির মাইলফলক তৈরি করতে চাই।
বিশেষ অতিথি ও সংগঠনের উপদেষ্টা মো: আব্দুল হালিম ও রুবেল হোসেন যৌথ বক্তব্যে বলেন, স্থানীয়ভাবে আত্নসামাজিক উন্নয়নের লক্ষে আমাদের এই সংগঠনের পথচলা, সবাইকে এক করতে পারলে, আগামীতে আমাদের পথচলা আরও সুদৃঢ় ও সমৃদ্ধশালী হবে। আমরা আজকের ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন এর মাধ্যমে নতুন করে রক্তের সম্পর্ক স্থাপন করছি। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, সাইফুল ইসলাম আজাদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বড়দরগাহ উচ্চ বিদ্যালয়, জেলাল আহমেদ, বাদশাহ আলমগীর, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম মঞ্জু, সাদ্দাম হোসেন, আব্দুস সাত্তার, মো: মামুন, শামসুল আলম (বেকারি) শ্রী: লিটন চন্দ্র (বানিয়া)।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান কার্যকরী সদস্য - আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান নয়ন, মেহেদী হাসান সানি, রিয়াজুল ইসলাম রিফাত, আব্দুল্লাহ আল সানি, মেহেদী হাসান হিমেল, সৌরভ কুমার, বাধন রানা, জাকির হাসান, আবু রায়হান ইসলাম, মো: রাশেদ, আমির হোসেন, নাজমুল ইসলাম, মাহাদী, শাইখুল ইসলাম, আবদুল করিম সরকার, জিহাদ খান, তারাজুল ইসলাম, আলমগীর হোসেন, জনি, আলামিন ইসলাম আকাশ, আশিকুর রহমান, রাকিবুল ইসলাম রাসেল, সাজ্জাদ হোসেন, পারভেজ মোশাররফ, এছাড়াও পরিচয় গোপন রাখার শর্তে অনেক সদস্যরার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটিতে টি-শার্ট দিয়ে স্পন্সর করেন রংপুর এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ এর স্বত্ত্বাধিকারী শাহ বায়েজিদ হোসেন সেলিম।
স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে উপস্থিত ছিলেন এমট্যাব রংপুরের সদস্যবৃন্দ।প্রসঙ্গত: সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মোট ৫০০ জনের ব্লাডগ্রুপ পরীক্ষা করা হয়। স্থানীয় তরুণদের আগ্রহ দেখে মেডিক্যাল টিম মুগ্ধ হয়ে, পুনরায় আবারও ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন করার আগ্রহ প্রকাশ করেন।