যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে আমির হামজা মাদ্রাসার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শাহীন মির্জা সুমন : রংপুর প্রতিনিধি 

২১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৭:৫ সময়
Share Tweet Pin it
[যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে আমির হামজা মাদ্রাসার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন]

যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে, রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানাধীন তৈয়ব গ্রামের "আমির হামজা মডেল মাদ্রাসা"

আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  ভাষা শহীদ স্মরণে এক বিশেষ দু’আ অনুষ্ঠান ও র‌্যালির আয়োজন করা হয়। এ উপলক্ষে র‌্যালীটি মাদ্রাসা মাঠ থেকে মেম্বারের মোড় দিয়ে গুঞ্জুর খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইতুস সালাম মাদ্রাসা কমপ্লেক্সে হাউদারপার বাজার হয়ে মাদরাসায় ফিরে আসে। সে সময় মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা ও শিশু শিক্ষার্থীদের কণ্ঠে ছিল ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। মোদের গরব মোদের আশা আ'মরি বাংলা ভাষা। 

মাদরাসা পরিচালক মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে র‍্যালীতে অংশ গ্রহণ করেন অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ। র‍্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা করেন মাদ্রাসার পরিচালক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রধান শিক্ষক। সে সময় উপস্থিত ছিলেন কল্যাণী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার শাহীন মির্জা সুমন, মাদ্রাসার সহ সভাপতি, মজিবর রহমান, সাধারন সম্পাদক, মুক্তার হোসেন, কোষাধ্যক্ষ আলহাজ্ব রমজান আলী, সদস্য মনু মিয়া, তৈয়ব মিয়া, দুলাল মিয়া, বাংলাদেশ জামাতে   ইসলাম ১নং কল্যানি ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি শিরাজুল ইসলাম,৯নং ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষক মো,মোকসেদুল ইসলাম, আলমগীর হোসেন, মুজ্জাম্মিল হক, শিক্ষিকা মোছা,শামছুন্নাহার, মোছা,নাজমিন নাহার প্রমুখ।