নিত্যপণ্যের মুল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবীতে আগামী ২২ ফেব্রুয়ারী ২০২৫ইং, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত, রংপুর জেলা বিএনপির সমাবেশ সফল ও স্বার্থক করার লক্ষে, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে একটি প্রচার মিছিল বের হয়।
২০ ফেব্রুয়ারী ২০২৫ইং বিকাল পৌনে চারটায় রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর নেতৃত্বে, দলীয় বের হওয়া প্রচার মিছিলটি, মহানগরীর মেইন সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানী মোড় দিয়ে টাউন হল হয়ে গ্রান্ড হোটেল মোরস্থ বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়।
মিছিলে বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎসজীবি দল, তাতীদল, কৃষক দলসহ অন্যান্য অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও রংপুর জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব, সহ সভাপতি আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ জিল্লুর রহমান, সহ সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব, জাতীয়তাবাদী কৃষক দলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সভাপতি মো: আনোয়ার শাহাদাৎ, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো. মোজাম্মেল হক, সদস্য সচিব আশরাফুল ইসলাম রাশেদ, যুগ্ম আহবায়ক শাহীন মির্জা সুমন, জেলা ছাত্র দলের সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন, জিয়া মঞ্চের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে দলীয় কার্যালয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু বলেন, আগামী ২২ ফেব্রুয়ারী কেন্দ্র ঘোষিত গণমানুষের অধিকার ও ন্যায্য দাবি পূরনের এই সমাবেশ সফল করার লক্ষে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।