রংপুরের আদী নগরী মাহিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দারুল জান্নাত দিনা (১১) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সকাল অনুমান ৯ টার দিকে একাধিক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে রংপুর-গাইবান্ধা সড়ক অবরোধ করেন। এর ফলে প্রায় ৫ ঘন্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। অবরোধকারীদের দাবি দ্রুতগতির যানবাহনের গতি নিয়ন্ত্রক (স্পিড ব্রেকার) স্থাপন, অবৈধ যান চলাচল নিষিদ্ধকরণ করাসহ চালকদের যথাযথ লাইসেন্স নিশ্চিত করার দাবি জানান।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মজিবর রহমান জানান, স্কুল ছুটি হলে বাচ্চাটি রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির অটোরিকশাটি তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরে মোরের সবাই মিলে তাকে উদ্ধার করে দ্রুত রংপুর সরকারি মেডিক্যালে ভর্তি করাই। আজ সকালে ঘুম থেকে উঠে শুনি বাচ্চাটি মারা গেছে।
অবরোধকারী মনির হোসেন বলেন, মাহিগঞ্জ বাজার থেকে পাওটানা, পীরগাছা, চৌধুরানী, সুন্দরগঞ্জ সড়কে যেসব অটোরিকশা, চার্জার ভ্যান, সিএনজি চলাচল করে তার ৯০ শতাংশ বাহনই অনুমোদনহীন, না আছে গাড়ির কাগজ না আছে ড্রাইভিং লাইসেন্স। দায়হীনভাবে তারা বেপরোয়া গতিতে গাড়ি চালায়, যার কারণেই মুলত প্রতি মুহুর্তে দুর্ঘটনা বেশী হচ্ছে। রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ সব জানে কিন্তু কেন জানি ব্যবস্থা নেয়না! আমরা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে অতিদ্রুত এসব অবৈধ চালক মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
আমতলা বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের বলে, আমরা তো সারাদিন রাস্তায় থাকিনা, স্কুল শুরুতে আর ছুটি হলে রাস্তায় বের হই। বিশেষ করে স্কুল ও কলেজ ছুটি হলে যখন রাস্তায় আসি তখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। বাবার বয়সী, দাদার বয়সী, বড় ভাইয়ের বয়সী অনেক চালক, আমাদের (শিক্ষার্থীদের) রাস্তা পারাপারের সময় একটু আন্তরিকতা দেখিয়ে গাড়ীর গতি কমান না! তারা যদি আন্তরিক হতো তাহলে আজ আমরা দিনাকে হারাতাম না। আমাদের এখানে দাড়াতেও হতোনা। আমাদের দাবি এখানে দ্রুত স্পিড ব্রেকার বসাতে হবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
আমতলা বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, যেহেতু আমতলা একটি চতুর্মুখী বাজারে হাইওয়ে সেহেতু এখানে শিক্ষার্থীসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে, প্রশাসনের উচিৎ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, আমরা ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমি সড়ক ও জনপদ বিভাগের সাথে কথা বলেছি তারা স্পিড ব্রেকার স্থাপনের ব্যবস্থা গ্রহণ করবে।
ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়াসহ দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের পাশাপাশি ট্রাফিক নিয়ম কঠোরভাবে প্রয়োগের দাবি স্থানীয়দের।
প্রসঙ্গত নিহত দিনা মাহিগঞ্জের খোর্দ রংপুর এলাকার দোলন মিয়ার মেয়ে এবং আমতলা বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।