শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগরীর থানা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আবু রায়হান : রংপুর প্রতিনিধি 

১৪ এপ্রিল ২০২৫, রাত ৮:৫৭ সময়
Share Tweet Pin it
[শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগরীর থানা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত]

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর মহানগরীর থানা দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত, ছবি নতুন স্বপ্ন। 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার উদ্যোগে থানা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল (সোমবার) বিকেল পাঁচটায় রংপুর নগরীর শাপলা চত্বরে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক গোলাম রাব্বানী। 

মহানগর শাখার সেক্রেটারি শাহানত মিয়ার সঞ্চালনায় ও সভাপতি অ্যাডভোকেট কাওছার আলীর সভাপতিত্বে, সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক আবুল হাসেম বাদল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মোঃ মুত্তালিব হোসাইন,  মোঃ আবু ছায়ীম সহ আরও অনেকে।