রংপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেড়েছে ফেইক আইডির অপপ্রচার, টার্গেট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
রংপুরে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডির মাধ্যমে অপপ্রচার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে চালানো হচ্ছে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা।
অধিকাংশ ক্ষেত্রে নগরীর মাহিগঞ্জ এলাকার রাজনৈতিক ব্যক্তিদের নিয়েই এসব অপপ্রচারের প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত ও পারিবারিক ইমেজ ক্ষুণ্ণ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালানো হচ্ছে কুৎসিত প্রচার।
সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রংপুর মহানগরের সদস্য সচিব নূর হাসান সুমনের নামে “সত্যের জয়” নামক একটি ফেসবুক আইডি থেকে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইমরান হোসেন।
তিনি বলেন, “নূর হাসান সুমনের নামে মিথ্যা, বানোয়াট ও ভুয়া তথ্য প্রচার বন্ধ করতে হবে, না হলে দেশের প্রচলিত আইসিটি আইন অনুযায়ী ফেসবুক আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে “সত্যের জয়”-এর বাইরেও আরও কিছু ফেক আইডির কার্যক্রম সম্প্রতি জনসচেতন মহলের নজরে এসেছে। “ইয়াহিয়া খান” এবং “ইগলের চোখ” নামের দুটি ফেসবুক আইডি নিয়মিতভাবে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব আইডি থেকে ছড়ানো তথ্যগুলোতে রয়েছে তথ্য বিকৃতি, ব্যক্তিগত আক্রমণ এবং রাজনৈতিক বিভাজন তৈরি করার দুরভিসন্ধি।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এসব ফেক আইডির পেছনে একটি সংগঠিত চক্র সক্রিয় রয়েছে, যারা নগরীর রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে সক্রিয়ভাবে কাজ করছে। সাইবার নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।