সম্পন্ন হলো রংপুরস্থ পীরগাছা সমিতির ইফতার মাহফিল -২০২৫

হারুন-অর-রশিদ বাবু 

২৭ মার্চ ২০২৫, রাত ২:২২ সময়
Share Tweet Pin it
[সম্পন্ন হলো রংপুরস্থ পীরগাছা সমিতির ইফতার মাহফিল -২০২৫]

সফলভাবে সম্পন্ন হলো রংপুরস্থ পীরগাছা সমিতির ইফতার ও দোয়া মাহফিল-২০২৫ ছবি: নতুন স্বপ্ন। 

রংপুরের পীরগাছা উপজেলায় জন্ম নেয়া সম্ভাবনাময় একঝাঁক উদ্যোমী তরুনদের হাতে গঠিত "রংপুরস্থ পীরগাছা সমিতি" এর ইফতার মাহফিল ২০২৫ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৬ মার্চ বুধবার বিকেল সারে চারটায় রংপুর পর্যটন মোটেল কনফারেন্স রুমে এ আয়োজন করেন "রংপুরস্থ পীরগাছা সমিতি" এর উদ্যোমী আহবায়ক কমিটি। ইফতার মাহফিল ও আলোচনা সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক, রংপুর কারমাইকেল কলেজের সহকারী অধ্যাপক এম এ রউফ খাঁনের সভাপতিত্বে ইফতার মাহফিলে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করা হয়।

সাওম রোজা সম্পর্কে পবিত্র কোরআনের সুরা বাকারার ১৮৩ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়েও বক্তব্য রাখেন বক্তারা। যেখানে বলা হয়েছে, হে মোমিনরা! তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি, যাতে তোমরা আল্লাহভীরু হতে পারো, পরহেজগার হতে পারো। বক্তারা বলেন, রোজার বিধান দেওয়া হয়েছে তাকওয়া অর্জনের জন্য, গুনাহ বর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের উপযোগী হওয়া, নিজেকে পরিশুদ্ধ করার জন্য। 

ইফতার ও মাগরিব শেষে মাইক্রোফাইন্যান্স সেক্টর বা সমবায় সমিতির বিষয়ে উম্মুক্ত মতামত দেন সমিতির সদস্যরা। বক্তারা বলেন আমাদের উপজেলার পিছিয়ে পরা জনগোষ্ঠীর বিশেষ করে দরিদ্র ও হত দরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে, আমাদের একটি সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেই সমিতির মাধ্যমে পীরগাছা উপজেলার পিছিয়ে পরা মানুষকে নিয়ে আমরা একটি পরিবার গঠন করতে পারি।

 যে পরিবারে থাকবেনা কোন ভেদাভেদ, থাকবেনা কোন রাজনৈতিক পরিচয়, দলমতের উর্ধে উঠে এই পরিবার, কমিউনিটি, সোসাইটি বা সমিতি আমাদের আত্ম নির্ভরশীলতা তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যাতে করে আমরা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারি। আলোচনায় বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিষয়টি অধিকতর গুরুত্ব পায়।  

ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক এটিএম আজম খাঁন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, মানবাধিকার কর্মী, সমাজ সেবক ফখরুল আনাম বেঞ্জু, ডাঃ রওশন আলম, মনিরুজ্জামান, প্রকৌশলী হাসানুজ্জামান সুমনসহ অনেকে। রংপুর মহানগরীতে কর্মরত ও বসবাসরত, পীরগাছা উপজেলার মানুষদের একত্রিত করতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সার্বিক ভাবে সহযোগিতা ও দায়িত্ব পালন করেন মেহেদী হাসান সালমান, আরিফুল ইসলাম আরিফ, আলামিন হিরা, মেহেদী হাসান আতিক, রেজাউল করিম রিপন, কামরুল ইসলাম মিঠুন, আবু সাঈদ তারেক, কামরুল হাসান লিপু, মোরশেদুল ইসলাম, সাংবাদিক আবু রায়হান,আব্দুস সালাম, হুদাল্লিল হুদা, রায়হান এবং শফিকুল ইসলাম সুজন প্রমুখ। ইফতার মাহফিল ও আলোচনা সভায় পীরগাছা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৩ শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন। বক্তা ও আগত সকলেই আয়োজক কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি এর ধারা অব্যাহত রাখার আহবান জানান।