উত্তরাঞ্চলের প্রগতিশীল সাংবাদিক সংগঠন রংপুর রিপোর্টার্স ক্লাব কতৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন, ইফতার মাহফিল ও ঈদ শুভেচ্ছা বিনিময়ে -২০২৫ই।
উত্তরাঞ্চলের প্রগতিশীল সাংবাদিক সংগঠন "রংপুর রিপোর্টার্স ক্লাব" কতৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন, ইফতার মাহফিল ও ঈদ শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়েছে।
২৬ মার্চ বুধবার মহানগরীর কৈলাশ রঞ্জন শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ আয়োজন হয়। ব্যতিক্রমী এ আয়োজনে ক্লাবের সদস্য ছাড়াও রংপুরে কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে স্পিড ছিল, ২৪ শের জুলাই বিপ্লবের পর তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রংপুর রিপোর্টার্স ক্লাব আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা।
এর আগে বিকাল ৫টার দিকে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, রোজার বিধান দেওয়া হয়েছে তাকওয়া অর্জনের জন্য, গুনাহ বর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের উপযোগী হওয়া, নিজেকে পরিশুদ্ধ করার জন্য।
ইফতার ও বাদ মাগরিব ক্লাব সদস্যদের মধ্যে ঈদের উপহার বিতরণ করা হয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরের নেয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আজীবন সদস্য মিরাজুল মহসিন, কামরুল ইসলাম ভরসা, মশিউর রহমান মন্ডল, আনোয়ার পারভেজ , রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, দৈনিক আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু, রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফর হোসেন, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শিউলি বেগম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সংগঠক এসএম জাকির হোসাইন, টেলিভিশন ক্যামেরা জানালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায় আলী হায়দার রনি, রংপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহিন, কোষাধ্যক্ষ বাদশা ওসমানী, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।