দিনাজপুর জেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ছবি নতুন স্বপ্ন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রী ঘোষিত দিনাজপুর জেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
১২ এপ্রিল শনিবার বিকেল ৩ টায় দিনাজপুর জেলার "দ্যা গ্রান্ড দাদুবাড়ী" পিকনিক স্পটে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু , সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি রংপুর বিভাগ।
বিশেষ অতিথি, আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক, বিএনপি রংপুর বিভাগ। অধ্যাপক আমিনুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক বিএনপি রংপুর বিভাগ। আমন্ত্রিত অতিথি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান সহ-সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপি। সভাপতিত্ব করেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এড. মোফাজ্জল হোসেন দুলাল।
যৌথসভার শুরুতেই সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, আপনারা জানেন যে আমরা একটা দানবীয় সরকারকে উৎখাত করেছি। যিনি গনহত্যাকারী,লুটেরা বলা যায় যে সরকার আমাদের সংবিধানকে তছনছ করেছিল, রাজনীতিকে তছনছ করেছে, বলা যায় যে,আমাদের স্বাধীনতাকে বিপন্ন করেছে, শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি সাত আট মাস আগে। তারও পিছনের ঘটনা বিএনপি তার সাথের অন্যান্য রাজনৈতিক দল, ছাত্র সংগঠন আন্দোলন করেছে, সে আন্দোলনে অনেক গুম হয়েছে যেমন আমাদের ইলিয়াস আলীসহ প্রায় দুই হাজারের কাছাকাছি গুম হয়েছে খুন হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় ছ'টি বছর জেলে ছিলেন, বন্ধি জীবন যাপন করেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান ১৫ থেকে ১৬ টি বছর নির্বাসনে আছে। এছাড়াও আমাদের অসংখ্য ফাসির মুখোমুখি হয়েছে। অনেক নেতাকর্মী মিথ্যা মামলায় জেল জুলুমের শিকার হয়েছে। ৬০ লকঝ আসামি। ২৪ এর আন্দোলনে ছাত্রজনতা যারা শহীদ হয়েছে আমি তাদের রুহের মাগফেরাত কামনা করি। যারা পঙ্গু হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। বন্ধুরা লড়াই শেষ হয়নি, যতদিন মানুষের ভোট অধিকার আমরা ফিরিয়ে দিতে না পারবো ততোদিন আমাদের লড়াই চলবে।
ড. ইউনুস সাহেব কথা দিয়েছেন দ্রুত ভোট দিবেন, আমরা তার কথা বিশ্বাস করতে চাই, আমরা বিশ্বাস করি তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।
যৌথসভাটি সঞ্চালনা করেন, দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মুরাদ আহমেদ,অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মাওলানা জিহাদুর রহমান জিহাদ।
সে সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দিনাজপুর জেলা, মহানগর ও উপজেলা থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা মৎসজীবিদলের যুগ্ম আহবায়ক সাংবাদিক শাহীন মির্জা সুমন।