রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের চেষ্টা: থানায় মামলা

হারুন-অর-রশিদ বাবু 

১২ এপ্রিল ২০২৫, বিকাল ৬:৫৮ সময়
Share Tweet Pin it
[রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের চেষ্টা: থানায় মামলা]

রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের চেষ্টা- থানায় মামলা দায়ের, প্রতিকী ছবি। 

রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী এক যুবতীকে (২৭) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রেজোয়ান আলী (২২) পেশায় ভ্যানচালক। তিনি ওই গ্রামের আলী হোসেনের ছেলে।

ভুক্তভোগীর মা অভিযোগে জানান, তার মেয়ে স্পষ্টভাবে কথা বলতে পারেনা। অনেকটা মানসিক প্রতিবন্ধী। শুক্রবার দুপুর ১টার দিকে তিনি তার মেয়ে ও বৃদ্ধা শ্বাশুড়িকে বাড়িতে রেখে পাশ্ববর্তী গোয়াল ঘরে গিয়ে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী ভ্যানচালক রেজোয়ান মেয়েটির ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার মেয়ে চিৎকার দিলে তিনিসহ আশেপাশের লোকজন বাড়িতে প্রবেশ করেন। এ সময় অভিযুক্ত ঘরের অন্য দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। 

মেয়েটির মা আরও জানান, রেজোয়ান এলাকায় এরকম ঘটনা আরো ঘটিয়েছে। এর আগেও তার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করছিল সে। তিনি রেজওয়ানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

এ ঘটনায় অগ্রযাত্রা প্রতিবন্ধী অধিকার সংস্থা সভাপতি আব্বাস আলী বলেন, ভুক্তভোগী আমার সংগঠনের সদস্য। তিনি প্রতিবন্ধী ভাতা পান। এ রকম নেক্কারজনক ঘটনা আর কোন প্রতিবন্ধী মেয়ে বা যে কোন নারীর সঙ্গে কেউ যেন ঘটানোর সাহস না পায় এজন্য তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।

নাগদাহ গ্রামে একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, অভিযুক্ত রেজোয়ান আলী এলাকার  চিহ্নিত বখাটে, তার চারিত্রিক সমস্যার কারণে  এখন পর্যন্ত দুই তার সংসার ছাড়তে বাধ্য হয়েছে। বর্তমানে তৃতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছে। গত রমজান মাসেও এক স্কুল শিক্ষার্থী প্রতিবেশী মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এই বখাটে রেজোয়ান আলীর বিরুদ্ধে এখনোই আইনী ব্যবস্থা গ্রহণ করা নাহলে আগামীতে সে গ্রামের মানুষের সম্মান নষ্ট করবে। 

পীরগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. নাহিদ হাসান বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।  আসামি গ্রেফতারের চেষ্টা চলছে ।