রংপুরে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বে খালুর হামলায় শিক্ষার্থী ভাগিনা জনি আহত- ছবি নতুন স্বপ্ন।
রংপুর নগরীর নিউ সেনপাড়া এলাকায় বিস্কুট ফ্যাক্টরি ও বাড়িঘর দখল নিতে ভাগ্নের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে আপন খালু ও খালার বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা জয়তুন খাতুন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,রংপুর মহানগরীর নিউ সেনপাড়া এলাকার মোছাঃ জয়তুন খাতুন পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি এবং বোন জরিনা খন্দকার ও মোছাঃ জুলেখা এর কাছে ২০২০ সালে জমি ক্রয় করে ২০২১ সালে বসতবাড়ি ও বিস্কুট ফ্যাক্টরি নির্মাণ করে। বোন জরিনা খন্দকারের দাবি অনুযায়ী জমির মূল্য পরিশোধ করে জয়তুন খাতুন বাড়ি নির্মাণ করলেও টালবাহানা করে সেসময় জমি রেজিস্ট্রি করে দেয়নি জরিনা খন্দকার। দীর্ঘ তিন বছর জরিনা খন্দকার আবারো ওই জমির মূল্য বাবদ আরো ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২৬ অক্টোবর ২০২৪ ইং তারিখে জয়তুন খান ও তার পরিবারের সদস্যের উপর হামলা চালায় জরিনা খন্দকার গং। এঘটনায় আদালতে একটি মামলা চলমান রয়েছে।এরই ধারাবাহিকতায় ২২ মার্চ ২০২৫ ইং তারিখে রাত ১০.৩০ টার সময় মোক্তার হোসেন, জরিনা খন্দকার, জাকিয়া খাতুন, জাকির হোসেন, টুম্পা বেগম, রহিমা খাতুন অজ্ঞাতনামা ২/৩ জন সহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জয়তুন খাতুনের ফ্যাক্টরিতে প্রবেশ করে বাউন্ডারি ওয়াল ভাংচুর করে। এসময় বাঁধা দিতে গেলে শিক্ষার্থী জনি ও তার মা কে বেধড়ক মারপিট করলে গুরুতর আহত জনিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পরবর্তীতে হাসপাতালে গিয়ে আহত জনিকে পুনরায় মারপিট ও হত্যার হুমকি প্রদান করে মোক্তার হোসেন গং।
এবিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মোঃ জনি জানান,আমাদের কাছে জমির মূল্য বুঝে নিয়েই আমার খালা,খালু দখলস্বত্ব প্রদান করেছিলো। তিনবছর পর হঠাৎ তাদের অন্যায়ভাবে চাঁদা দাবি করে। আমরা দিতে অস্বীকৃতি জানালে আমাদের উপর হামলা চালায়। এনিয়ে একটা মামলা চলমান থাকার মধ্যেই আবারো আমার উপর হামলা করলো। আমাকে বলেছে এই জমি ছেড়ে চলে না গেলে হয় সারাজীবনের জন্য পঙ্গু করে দিবে নাহয় হত্যা করবে।আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।হাসপাতালে এসেও আমাকে হুমকি দিয়েছে।আমি সরকারের কাছে সম্পদ ও আমার জীবনের নিরাপত্তা চাই।
এদিকে সংঘর্ষের বিষয়ে কথা বলতে অভিযুক্ত মোক্তার হোসেন ও জরিনা খন্দকারের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
রংপুর মেট্রোপলিটনের কোতয়ালি থানার এস আই এমএ বাতেন সরকার আবিদ জানান,জয়তুন খাতুনের বাড়ির ভিতরে জমিজমা নিয়ে সংঘর্ষের জেরে দুই পক্ষেই আহত হয়েছে। এঘটনায় দুই পক্ষ থেকেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ভুক্তভোগীরা সুস্থ হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।