"স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মাওলানা আব্দুল হালিম।"

আবু রায়হান : রংপুর 

২২ মার্চ ২০২৫, সকাল ৫:৫৪ সময়
Share Tweet Pin it
["স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মাওলানা আব্দুল হালিম।"]

স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মাওলানা আব্দুল হালিম- ছবি আবু রায়হান। 

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর জাতীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর সহকারী  পরিচালক মাওলানা আব্দুল হালিম।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রংপুরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আব্দুল হালিম বলেন, আগামী দিনে বাংলাদেশের সঠিক নেতৃত্বের জন্য কোরআন থেকে শিক্ষা নিয়ে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে হবে। আর পবিত্র মাহে রমজান সেই তাক্বওয়ারই শিক্ষা দেয় ।

তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমান যে ধর্ষণ চলছে তার বিরুদ্ধে দেশের মানুষ সর্বোচ্চ শাস্তি চাচ্ছে; কিন্তু এই ধর্ষণের শাস্তি কোরআনেই সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা আছে। কুরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হলে, আর কোরআন দিয়ে ধর্ষণের বিচার প্রতিষ্ঠা করা হলে বাংলাদেশ থেকে ধর্ষণ নির্মূল করা সম্ভব হবে। 

আব্দুল হালিম বলেন, আমার বিশ্বাস বাংলাদেশের সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষ বিশ্বাস করে কোরআনের আইন প্রতিষ্ঠা হলে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। 

মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীর সঞ্চালনায় ও মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর মহানগর শাখার আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব এডভোকেট  মাহফুজুন্নবী ডন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর শাখার সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, রংপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের শহীদদের পরিবার, বিশিষ্ট ব্যবসায়ী বর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।