পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহিগঞ্জে অনুষ্ঠিত হলো আযান ও কিরাত প্রতিযোগিতা

হারুন-অর-রশিদ বাবু

১৯ মার্চ ২০২৫, রাত ১:১৯ সময়
Share Tweet Pin it
[পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহিগঞ্জে অনুষ্ঠিত হলো আযান ও কিরাত প্রতিযোগিতা]

পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুরের মাহিগঞ্জে অনুষ্ঠিত আযান ও কিরাত প্রতিযোগিতা- ছবি নতুন স্বপ্ন। 

রংপুরের আদী নগরী মাহিগঞ্জ কওমি হাফেজিয়া মাদ্রাসা কতৃক আয়োজিত প্রথম কিরাত ও আজান প্রতিযোগিতা ২০২৫ সফলভাবে সমাপ্ত হয়েছে। 

১৮ মার্চ মঙ্গলবার, মাহিগঞ্জ কওমি হাফেজিয়া মাদ্রাসা ও মাহিগঞ্জ শাহী মসজিদ কমিটির সার্বিক তত্বাবধানে, শাহী মসজিদে বাদ আসর  আযান ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।মাহিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক  লোকমান হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত "আযান ও কেরাত প্রতিযোগিতায়"

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনিছুর রহমান লাকু, সদস্য সচিব রংপুর জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসিমুল বারী রাজ সাধারণ সম্পাদক রংপুর জেলা মটর মালিক সমিতি। 

অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিরা মিলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মেডেল ও ফুলের তোরা উপহার দেন। এ প্রতিযোগিতা অনুষ্ঠানে মাহিগঞ্জ কওমি হাফেজিয়া মাদ্রাসা। আব্দুল কাদের হাফেজিয়া মাদ্রাসা দেওয়ানটুলী, মাহিগঞ্জ। "নুরে হাওয়া হাফেজিয়া মাদ্রাসা" কলেজ মোর মাহিগঞ্জ রংপুর। আব্দুল্লাহ নুরানী হাফেজিয়া মাদ্রাসা চকবাজার মাহিগঞ্জ রংপুর। এছাড়াও ক্যান্ট পাবলিক স্কুল এ্যাণ্ড কলেজ রংপুর এর শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। 

আযান প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৪ জন  কেরাতে অংশ গ্রহণ করেন ৭ জন। আযান প্রতিযোগিতা প্রথ স্থান অধিকার করেন  মাহিগঞ্জ কওমি ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী, হাফেজ মো: সাইহান, দ্বিতীয় স্থান অধিকার করেন, ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, তাসমী হাসান। তৃতীয় হন আব্দুল কাদের হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী বায়েজিদ হোসেন। কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মাহিগঞ্জ কওমি ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোবাশ্বের হাসান। দ্বিতীয় স্থান অধিকার করেন, নুরে হাওয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী লাবীব।তৃতীয় স্থান অধিকার করেন আব্দুল কাদের হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী, আব্দুর রহমান। 

মাহিগঞ্জ শাহী মসজিদের পেশ ঈমাম,  মাহিগঞ্জ কওমি ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা নুরুদ্দীন পারভেজ এর উপস্থাপনায়: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের রংপুর জেলা, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।