বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামিকে বাঁচাতে চাঁদাবাজির অভিযোগে আটক অমিত বণিক : ছবি নতুন স্বপ্ন।
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলা থেকে আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসার নাম বাদ দিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার পুলিশের সোর্স অমিত বণিককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ মার্চ) দুপুরে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত-১ এর বিচারক সোয়েবুর রহমান এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজার রহমান তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালতে অমিত বণিকের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহফুজ-উন-নবী ডন, অ্যাডভোকেট মো. আফতাব উদ্দিন সরকার, অ্যাডভোকেট মো. বাইজিদ ওসমানীসহ মোট ২৫ জন আইনজীবী তার জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৩ মার্চ অমিত বণিককে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় ১৭৯ নম্বর আসামি লিপি খান ভরসাকে মামলা থেকে নাম বাদ দেওয়ার জন্য পুলিশের তৎকালীন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সারের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ফাঁস হয়। পরে চাঁদাবাজি অভিযোগ এনে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা করেন লিপি খান ভরসার ম্যানেজার পলাশ হাসান।
ওই চাঁদাবাজির মামলায় পুলিশ কর্মকর্তা শিবলীর নাম এজাহারে উল্লেখ করা নিয়ে বাদি পলাশ হাসানকে থানায় ডেকে মারধোর এবং কনেস্টবলের রাইফেল কেড়ে নিয়ে গুলি করতে উদ্যত হওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়। পরে শনিবার পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারকে রংপুর মেট্রোপলিটন থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে রিপোর্ট করার আদেশ জারি হয়।
প্রসঙ্গত এই মামলায় গত ১৬ মার্চ রোববার বেলা সারে এগারোটার দিকে ঢাকা গুলশানের একটি ফ্লাট থেকে আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসাকে গ্রেপ্তার করা হয়। এবং রাত আনুমানিক সারে নয়টার দিকে রংপুর মেট্রোপলিটন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে, আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।