বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেস্টা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেত্রী লিপি খানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

হারুন-অর-রশিদ বাবু 

১৬ মার্চ ২০২৫, রাত ১০:১২ সময়
Share Tweet Pin it
[বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেস্টা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেত্রী লিপি খানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ]

বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসা ছবি; নতুন স্বপ্ন 

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেস্টা মামলায় গ্রেফতার সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয়কারী সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং সাবেক এমপি নাসিমা জামান ববির ঘনিষ্ঠজন বলে পরিচিত লিপি খান ভরসার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

রোববার (১৬ মার্চ)  রাত সাড়ে ৯ টায় রংপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শোয়েবুর রহমান এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুদীপ্ত শাহীন কড়া পুলিশ নিরাপত্তায় ঢাকা থেকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় নিয়ে আসেন। সেখান থেকে তাকে আদালতে তোলেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, অর্থ যোগান ও সংঘটিত করার ঘটনা তদন্তের জন্য তার জামিন না মঞ্জুরের আবেদন করেন তিনি। শুনানি শেষে  জামিন নামুঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর আদেশ দেয় বিচারক।

এর আগেব রোববার (১৬ মার্চ) সকাল ১১ টা ৪০ মিনিটে তাকে রাজধানীর গুলশানের একটি ফ্লাট থেকে গ্রেফতার করা হয়।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী জানান, রোববার রাজধানীর গুলশান ২ এর ১১৭ নং রোডের ৯ এর বি ফ্লাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শনিবার (১৫ মার্চ) দুপুর থেকে গুলশান থানা ও রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা ‍পুলিশ ওই ফ্ল্যাটটি  ঘিরে রাখে। কিন্তু তারা দরজা খুলছিলেন না। পরে ম্যাজিষ্ট্রেটের অনুমতি নিয়ে দরজা ভেঙ্গে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে ছিলেন স্বামী সাইফুল ইসলাম শিমুল ভরসা। মাসুদ নামের এক ব্যক্তির ওই ফ্লাটটি ভাড়া নিয়ে সেখানে স্বামী নিয়ে বসবাস করছিলেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তার রংপুর কোতয়ালী থানার এসআই সুদীপ্ত শাহিন  জানান, লিপি খান গেল বছর উনিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত রংপুর মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ড  বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  মামুনুর রশিদ মামুনের করা হত্যা চেস্টা মামলার ১৭৯ নম্বর এজাহারভূক্ত আসামী। 

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ)  লিপি খানের ম্যানেজার পলাশ হাসান বাদি হয়ে ওই মামলা থেকে লিপিখানের নাম বাদ দেয়ার জন্য আওয়ামীলীগের ব্যবসায়ী অমিত বণিক কর্তৃক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের নামে ১০ লাখ চাঁদাদাবির মামলা করেন। ওই মামলায় অমিত বণিককেও গ্রেফতার করে ‍পুলিশ।

ওই চাঁদাবাজির মামলায় পুলিশ কর্মকর্তা শিবলীর নাম এজাহারে উল্লেখ করা নিয়ে বাদি পলাশ হাসানকে থানায় মারধোর এবং  কনেস্টবলের রাইফেল কেড়ে নিয়ে গুলি করতে উদ্যত হওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়। পরে শনিবার পুলিশ কর্মকর্তা শিবলী কায়সারকে রংপুর মেট্রোপলিটন থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে রিপোর্ট করার আদেশ জারি হয়।

পুলিশ জানিয়েছে, লিপি খান ভরসা সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিআস্থাভাজন নেত্রী ছিলেন। একই সাথে ঘনিস্ট ছিলেন সাবেক মহিলা এমপি নাছিমা জামান ববির। ২০২৪ সালে রংপুর থেকে সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন তিনি।  টিপু মুনশি এবং নাছিমা জামান ববির সাথে ছবি দিয়ে পোস্ট দিয়ে সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম থাকতেন লিপি খান ভরসা। লিপি খান ভরসার বাড়ি পাবনা। একসময় অভিজাত হোটেলে নাচগান ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন তিনি।  তিনি সাবেক এমিপি মরহুম করিম উদ্দিন ভরসার পুত্র বধু। তার বিরুদ্ধে ভরসা পরিবারের জমিজমা জাল জালিয়াতি করে আত্মসাতের অভিযোগে মামলা এবং ওয়ারেন্ট  রয়েছে।