Posted in বিনোদন

অনিল কাপুর অসুস্থ, জানালেন মেয়ে সোনম

লক্ষ্মণ খ্যাত বলিউড তারকা অনিল কাপুর গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরেই তিনি ‘ক্যালসিফিকেশন অব শোল্ডার’ এ ভুগছিলেন। কিন্তু হঠাৎ করে তার অবস্থার অবনতি হওয়ায় জার্মানিতে নিতে হবে তাকে। টুইটারে এই খবর জানিয়েছেন তার মেয়ে অভিনেত্রী সোনম কাপুর।

কিন্তু চাইলেই চিকিৎসার জন্য এই মুহূর্তে যেতে পারছেন না তিনি। কারণ তার নতুন ছবি ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’র প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অনিল।

এ বিষয়ে তিনি জানান, ছবিগুলো মুক্তি পাওয়ার পর এপ্রিলে জার্মানি যেতে পারবেন তিনি। জার্মানির চিকিৎসক ড. হানস উলহেম মুলার উলফার্টের সঙ্গে সময় বেঁধে নিয়েছেন তিনি। ড. হানস জার্মানির জাতীয় ফুটবল দলসহ সব তারকা খেলোয়াড়কে চিকিৎসা দেন।

মেয়ে অভিনয়শিল্পী সোনম কাপুর, রাজকুমার রাও এবং জুহি চাওলার সঙ্গে অনিল কাপুরের ছবি ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ আসছে ১ ফেব্রুয়ারি। ছবিটি পরিচালনা করেছেন শেলি চোপড়া ধর এবং প্রযোজনা করেছেন বিধু বিনোদ চোপড়া।